আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৪৭ মামা, আগে নামা

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৪৭

মামা, আগে নামা

 

ভালই আছি মামা।

অনুচিতের দেশে তুই, উচিত কথা থামা

সোনার চেয়ে দামী এখন কাসা পিতল তামা

তাইতো কথা কয় না এখন গামা এবং সামা।

বাঁশের পাতা গান শোনায়, যুগের বাতাস বুঝে

কথায় কথায় হিন্দি কয়, কিয়া বলা তুম মুঝে?

শনশন শন, বনবন বন, নাটাই নিজেই ওড়ে

দেশের মানুষ টাসকি খায়, নাকি মাথা ঘুরে?

শোনেন বাপের শালা

মুখে মারেন তালা

নইলে বুঝবেন সুন্দরীরা বেজায় রকম কালা।

বুঝবেন তখন জ্বালা।

আপনি করবেন হুজুর হুজুর, হুজুর দেবে বাঁশ

মনে রাখবেন, নইলে আপনি হবেন মরা লাশ।

মামা

দিনকাল খুব ভালা না, একটু মাথা ঘামা।

গায়ের চামড়া বাঁচবে যদি সামলে রাখিস জামা।

মামা, গদির চিন্তা থামা।

গাছের আগার পেত্নিটারে টেনে আগে নামা।

মামা,

নইলে দেখবি কত খারাপ

হয় কোর আমলনামা।

দোহাই লাগে মামা। দোহাই লাগে মামা।

 

২৩শে অক্টোবর ২০২১; বাদ ফজর।

No comments

Powered by Blogger.