আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫২৫ যে রোগের যা অষুধ


 

আসাদ বিন হাফিজ এর ছড়া

যে রোগের যা অষুধ

 

(৩৫২৫)

 

আপনারা যে এত লেখা

কেমন করে পড়েন?

লেখা পড়ে আবার দেখি

ভাল ভাল করেন।

কজনে সে লেখা পড়ে

নিজের জীবন গড়েন?

তাইলে এসব ভাল লেখা

লিখে বলেন লাভ কি?

এসব কথা আমল করবে

শুধু ইমাম সাব কি?

সমাজ ভাল না হলে ভাই

গযব আসা থামবে না

আকাশ থেকে খোদার রহম

অঝোর ধারায় নামবে না।

খালি কথায় চিড়া ভিজলে

পানি কিন্তু লাগতো না

মন্দ কাজে সমাজটা যে

বেহুশ হয়ে থাকতো না।

চোর না শোনে ধর্মকথা,

চুরি বার বার করে

ধর্মের কলতো বাতাস এলে

এমনি এমনি নড়ে।

মারের ওপর অষুধ নাই, শাস্ত্রবিধি কয়

এ অষুধে মন্দ সমাজ ঠিকই ভালো হয়।


✍ ৪ জুলাই ২০২২; বাদ জোহর 

No comments

Powered by Blogger.