আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৩৬৬ জলময়ুরী

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৩৬৬

জলময়ূরী

সাগর জলে আগুন জ্বলে, মুক্তো হীরে পান্না

ওসব দিয়েই হবে নাকি আজকে আজব রান্না

গিন্নী বলে, জলদি করে ওসব আনতে যান না।

কানের কাছে ঘ্যানর ঘ্যানর গিন্নী করে তাননা।

কিন্তু যাবো কেমন করে, জলময়ূরী কই

জলময়ূরী নীলের দেশে, অবাক চেয়ে রই।

মেঘপরীরা তাকে নিয়ে খেলছে দারুণ খেলা

তারা সবাই যাচ্ছে উড়ে চড়ে মেঘের ভেলা।

যতোই ডাকি জলময়ূরী আয় না কাছে আয়

জলময়ূরী হাত নাড়ে আর দূরে সরে যায়।

জলময়ূরী যেতে যেতে বলে, শোন খোকা

যাদের তোমরা চালাক বলো, তারাই আসল বোকা।

পাপ সায়রে সারাটা দিন সাঁতার কাটে তারা

টের পাবে ঠিক ওরা সবাই যাবে যখন মারা।

পাপীর সাথে আড়ি আমার তাই তো চলে যাই

খুঁজে দেখি পূণ্যবানদের দেশ কি কোথাও পাই।

মানুষ যদি মানুষ হয় আসবো আবার ফিরে

নয়তো বন্ধু দেখা হবে রূপ-সাগরের তীরে।


৫ই নভেম্বর ২০২১; বাদ ফজর।

No comments

Powered by Blogger.