গানঃ ৭৫২-না না থামবোনা-আসাদ বিন হাফিজ
আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৫২
না না থামবো না
না না থামবোনা থামবোনা থামবোনা আর
থামারতো দেয়নি হুকুম প্রিয় বাহবার।
আমাদের এ মিছিল চলবে
মিথ্যাকে দুপায়ে সে দলবে
অন্যায় ও জুলুম আমরাই রুখবো বার বার।
বাতিলের বিষদাঁত ভাঙবো
খোলাফার যুগ ফের আনবো
চলবেনা চলবেনা আর কোন শয়তানি কারবার।
আলোর মশাল দেশে ছড়াবো
ভালবেসে বুকে বুক জড়াবো
আমরাই তাড়াবো মানুষের বুকের আঁধার।
সত্যের সৌরভ ছড়াবো
মিথ্যার অমানিশা তাড়াবো
সাম্য ও শান্তি আনবোই সমাজে বারবার।
২৭শে জুলাই ২০২২; বাদ ফজর
No comments