গানঃ ৭২৬-ভালবাসি তারে-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭২৬

ভালবাসি তারে


মন দিয়েছি যারে

ভালবাসি তারে

সে কখনো আমায় কি

দূরে ঠেলতে পারে।

ভালবাসি যারে।

সে আমারে হাসায় কাঁদায়

মন কেড়ে নেয় আশায় আশায়

ভালবেসে, কদম বাড়ায়

কেমন করে ভুলি তারে

ভালবাসি যারে।

সে যে আমার মন কেড়ে নেয়

যা চাইনি তাও আমায় দেয

ভালবাসার রঙ মেখে দেয়

আমার অবুঝ অন্তরে।

ভালবাসি তারে।

তারে ভুলতে কি রে পারি

তার পানে যায় সদা ছুটে

আমার হৃদয় গাড়ি

আমারে সে নেয় ভাসিয়ে,

দেয়রে জমিদারী।

আমি ভুলতে পারি তারে

ভালবাসি যারে?

তার হাতে দেই হৃদয় মন

আমার যতো সুখ স্বপন

সব ঢেলে দেই তারে

ভালবাসি যারে।

২৫/ ১০/২১। বাদ ফজর।

No comments

Powered by Blogger.