গানঃ ৭৬৬ - এ আকাশকে সাক্ষী রেখে-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৬৬

এ আকাশকে সাক্ষী রেখে

এ আকাশকে সাক্ষী রেখে

তোমাকেই বলে যেতে চাই

তুমি ছাড়া এ আমার কেউ নাই কেহ নাই।

যেদিন আমি বলে কোন কিছু ছিলনা ধরায়

তখনো তুমি ছাড়া আমার কেউ ছিলনা উপায়

অবশেষে মায়ের উদরে তুমি দিলে যে গো ঠাঁই।

তুমি ছাড়া এ আমার কেউ নাই কেহ নাই।

এই চাঁদ, ফুল ফল তোমারই তো দান

তুমি দিলে ভালবেসে এ দেহে পরাণ

সাগরের ঢেউ গায় তোমার গুণ গান

তার সাথে তাল রেখে তব গুণ গাই।

পাখির কাকলি আর ঝর্ণার কলকল তান

বৃক্ষের সবুজ পাতারা বলে, তুমি মহীয়ান

তোমার মমতাডোরে তাই এ হৃদয় ভাসাই।

সাগরকে সাক্ষী রেখে তোমাকেই বলে যেতে চাই

তোমাকেই ভালবাসি, চিরকাল বেসে যেতে চাই।

আর কিছু চাই না, শুধু তোমার ভালবাসা চাই।

তুমি ছাড়া এ আমার কেউ নাই কেহ নাই।

১৭/৯/২০২২; বাদ আছর।

No comments

Powered by Blogger.