গানঃ ৭৬২ - ক্ষমা করে দিও-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৬২

ক্ষমা করে দিও

একদিন না বলে হুট করে চলে যাবো তোমার মত

কারো কারো বুক জুড়ে রেখে যাবো অমলিন ক্ষত।

পড়ে রবে বাড়ি গাাড়ি যশ খ্যাতি সব

আল্লাহর কাছে যাবো ছেড়ে কলরব।

তাঁর কাছে সবারই যেতে হবে, হয়ে অবনত।

জানিনা সেদিন আমার কি হবে উপায়

পূণ্য আমল ছাড়া সবই, হবে নিরূপায়

পাপ পূণ্য সঙ্গী হবে করেছি যা যতো।

সেদিন আমার জন্য কেঁদো নারে ভাই

করজোড়ে সবার কাছে ক্ষমা শুধু চাই

ক্ষমা করে দিও যারে দিয়েছি ব্যথা যতো।

আচরণে যদি মনে কষ্ট দিয়ে থাকি

নিজগুণে তা আজ দাও সবে ঢাকি।

আমার জন্য দোয়া, করো অবিরত।

৩/৯/২০২২; বাদ ফজর।

No comments

Powered by Blogger.