গানঃ ৭৫৮ - অচিন গাঙের নাইয়া-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৫৮

অচিন গাঙের নাইয়া

অচিন গাঙের নাইয়া

কোন দেশে যাও মাঝি তুমি

সাধের তরী বাইয়া।

গাঙের কূল নাই কিনার নাই

সামনে অথৈ ঢেউ

একলা একা দিচ্ছো পাড়ি

সঙ্গী নাই কি কেউ।

মাঝে মাঝে দেখছো কি গো

আকাশ পানে চাইয়া।

অচিন গাঙের নাইয়া।

কেউ নাই তোমার সঙ্গী সাথী

কে বলেছে ভাই

এক জীবনের আমলনামা

সঙ্গে কি তোর নাই?

পিছন ফিরে তবে কেনো

বার বার দেখো চাইয়া।

অচিন গাঙের নাইয়া।

মালিক তোমায় ডাক দিয়াছে

আয়রে ফিরে আয়

নাও যে তোমায় নিয়ে যাবে

নিঃসীম নিরালায়।

নিজের বাড়ি যাবে তুমি

তোমার এ নাও বাইয়া।

অচিন গাঙের নাইয়া।

২৩/৮/২০২২; বাদ জোহর।

No comments

Powered by Blogger.