কবি কন্ঠে কবিতা ও বৈচিত্রময় জীবনঃ কবি আসাদ বিন হাফিজ


কবি কন্ঠে কবিতা ও বৈচিত্র্যময় জীবন || পর্ব-১ || কবি আসাদ বিন হাফিজ || সসাস

আসাদ বিন হাফিজ। জন্মঃ পহেলা জানুয়ারী ১৯৫৮। গাজীপুর জেলার কালিগঞ্জ থানার অন্তর্গত বড়গাও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ হাফিজ উদ্দিন মুনশী এবং মাতা জুলেখা বেগম। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং ছড়াকার হিসাবে পরিচিত। আদর্শিক সাহিত্য বিচারে তিনি মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদের যোগ্য উত্তরসূরী। তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পূণর্জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভংগীর ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সাহিত্যে বিপ্লবী চিন্তা চেতনারও প্রকাশ ঘটেছে। 

কবি আসাদ বিন হাফিজ ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মাণ ও ১৯৮৩ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদন ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই কবি আসাদ বিন হাফিজ রেখেছেন তার অসমান্য প্রতিভার স্বাক্ষর। তিনি প্রায় ৮১টি গ্রন্থ প্রকাশ করেছেন। কবির কাব্য সৌধে গড়ে উঠেছে সুবোধ্যতার ভীতের উপর। কবির শ্রেষ্ঠ রচনা হলোঃ অনিবার্য বিপ্লবের ইশতেহার।  এই গ্রন্থের কবিতা অনিবার্য  বিপ্লবের ইশতিহার কবিতাটি সমগ্র বাংলা সাহিত্যের মধ্যে একটি অন্যতম সেরা কবিতা। তিনি যে সমাজের স্বপ্ন দেখেন, তার কাব্যিক রূপ দিয়েছেন এই কবিতায়। কবি আসাদ বিন হাফিজ তার বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার ও সম্মামনা পেয়েছে। 


No comments

Powered by Blogger.