আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৮৬ কামলা খাটি তাঁর
আসাদ বিন হাফিজ এর ছড়া -৩৫৮৬
কামলা খাটি তাঁর
কামের মানুষ আমি মামা
কামলা খেটে যাই
যখন যা পাই সামনে আমি
পান্তা বাসি খাই।
আলগা প্রেমের সময় মামা
আমার কাছে নাই
সময় পাইলে ঘুমাই একটু
নইলে লিখে যাই।
আপনি চান আড্ডা মেরে
সময় করি পার
এ সময়টা তার তো মামা
কামলা খাঁটি যার।
কেমনে মামা ফাঁকি দেই
ভয় যে করি তারে
যখন তখন সময়ের দাম
চাইতে সে তো পারে।
বেহুদা কাম করি না তাই
মনে বড় ভয়
বেহুদা কাম করে যদি
শাস্তি পেতে হয়?
আমার শাস্তির ভাগী তখন
কেউ কি হবে ভাই?
ফালতু কাজে সময় দেয়ায়
আমি মামা নাই।
২২/৭/২২; বাদ আছর।
No comments