গানঃ ৭০৮-আপন-আসাদ বিন হাফিজ

 

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭০৮

আপন


মায়ের চেয়ে আপন একজন আছে

সেই তো সবচে আপন সবার কাছে।

তাঁর মত কেউ নেইরে আপন

সেই তো সবার আপন স্বজন

যারে সদা পাই সকলে নিত্য কাছে কাছে।

জন্মেের আগেও তিনি ছিলেন

মরার পরেও তিনিই রবেন

এ জীবন তো তাঁর দয়াতেই নতুন করে বাঁচে।

তার কথা কেনো যাওরে ভুলে

কোথায় যাবে দম ফুরাইলে

তামাম মাখলুক যাঁর করণা সারাক্ষণই যাচে।


৩১শে জুলাই ২০২১; সকাল ১০টা

No comments

Powered by Blogger.