গানঃ ৬৬১-৬৬২-আসাদ বিন হাফিজ

 


আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৬১

তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই

 

তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই

তুমি ছাড়া ত্রিভুবনে আমার কেহ নাই।

আমার তো কেউ নাই।

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

তুমি আদি, তুমি অন্ত, তুমি লাশারিকাল্লাহ।

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

তোমার স্বপ্নে বিভোর থাকি, তোমারি গান গাই।

আকাশ নদী পাহাড় সাগর সবই তোমান দান

তোমার প্রেমেই ডুবে থাকে এ বিশ্ব জাহান।

তুমি আছো তাইতো আছি

তুমি বাঁচাও তাইতো বাঁচি

এ বিশ্বের তো সবাই গাহে তোমার প্রেমের গান।

তাদের সাথে এ অধমও তোমারি গান গাই।

একটুখানি স্বাধীনতা ইনসানকে যেই দিলে

একনিমিষে খেয়ে ফেললো শয়তান ওদের গিলে

তোমার প্রিয় বান্দারা যে হইল নাফরমান

তুমি ছাড়া তাদের মনে কে দেবে ঈমান

তোমার কাছে তাদের জন্য হেদায়াত গো চাই।

দিন রজনী আমি প্রভু তোমারি গান গাই।

 

১৯শে সেপ্টেম্বর ২০১৯’ ২টা

 

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৬২

খালি হাতে আইলাম ভবে

 

যাইমু কবে জানি না

কতকিছু পাইলাম ভবে

খাইলাম শুধু পানি ন।

ভাত খাইলাম রুটি খাইলাম

খাইলাম কত ফল

খাওয়ার ফলে শরীর বাড়লো

হইলো গায়ে বল।

একদিন আমার সংসার হইল

সন্তানাদি সব

কতকিছু দিলা তুমি

মাবুদ মাওলা রব।

কেমন করে পার করলাম

ষাটটা বছর জানি না

তোমার দয়ার ফিরিস্তি তো

তবু মনে আনি না।

যদ্দিন আছি তদ্দিন তুমি

শান্তি সুখে রাইখো

যাওয়ার সময় হলে তুমি

আদর কইরা ডাইকো।

তোমার বান্দা তোমার কাছে

কবে ফিরবো জানি না

আমরা তোমার বান্দা বান্দি

অন্য কিছু মানি না।

 

২৬শে সেপ্টেম্বর ২০১৯; রাত ১০টা

No comments

Powered by Blogger.