গানঃ ৬৭০-৬৭১-আসাদ বিন হাফিজ

 


 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৭০

আমরা শহীদের সন্তান

আমরা শহীদের সন্তান

আমরা শিখিনি কান্না অথৈ

শিখেছি শুধু মুক্তির জয়গান

আমরা শহীদের সন্তান।

আমাদের নিঃশ্বাসে

আমাদের বিশ্বাসে

উড়বেই উড়বেই বিজয় নিশান।

আমরা শহীদের সন্তান।

নিপীড়িত জনতার অসহায় কান্না

আর না, আর না, আর না।

মজলুম মা বোনের বুকফাঁটা চিৎকার

আর না, আর না, আর না।

আমরাই প্রতি ভোরে সূর্যকে ডাকবো

আঁধারের রাত জুড়ে আমরাই জাগবো

জালিমের বিষদাঁত আমরাই ভাঙবো

প্রদীপ্ত সূর্য হয়ে আমরাই রাঙবো

বিজয় মিছিল করে আমরাই

গেয়ে যাবো মুক্তির গান।

আমরা শহীদের সন্তান।

দিবো না, দিবো না

পিতাদের রক্ত বিফলে যেতে

হায়েনাকে দিবো না আর ধান খেতে

আমরাই চিরদিন রাখবো অটুট

পিতাদের রক্তের সম্মান।

আমরা শহীদের সন্তান।

 

১৫ই ডিসেম্বর ২০১৯; রাত ৪টা

 

 

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৭১

ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ

 

ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ

আমার এ মন ডুবে থাকুক

তোমার গানে হে আল্লাহ।

দয়াল প্রভুর দয়া কি গো আবার আমি পাবো

আমি প্রভু এমন বোকা, বুঝি না কি চাবো।

আমি প্রভু তোমার রহম, তোমার দয়া চাই

এমন শক্তি দাও আমারে, তোমার গানই গাই।

ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ

আমার এ মন ডুবে থাকুক

তোমার গানে হে আল্লাহ।

এ দুনিয়ার সহায় সম্পদ চাই না কিছু আর

পুলছিরাতের কঠিন বিপদ করো আমায় পার।

আমার নবীর শাফায়াত, আমি যেনো পাই।

সারা জীবন আমি যেনো তোমারই গান গাই।

ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ

আমার এ মন ডুবে থাকুক

তোমার গানে হে আল্লাহ।

কবরে দাও শান্তি প্রভু, হাশর করো পার

তুমি ছাড়া আমার আপন নাইতো কেউ আর

ইহ পরকালে আল্লাহ তোমায় শুধু চাই।

ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ

আমার এ মন ডুবে থাকুক

তোমার গানে হে আল্লাহ।

 

২৬শে ডিসেম্বর ২০১৯; বিকাল ৪টা

No comments

Powered by Blogger.