আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২২০১ আগে যারা মানুষ ছিল

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২২০১

আগে যারা মানুষ ছিল

 

আগে যারা মানুষ ছিল

এখন তারা কই?

এখন তারা জঙ্গী সেনা,

অস্ত্র কোরান বই।

পিস্তল এবং রামদা নিয়ে

ছেলেরা যায় কেলাশে

যুবতীদের সঙ্গে করে

রঙ্গরসের খেলা সে।

আর কতটা উন্নতি চাস

আর কি লাগবে তোর?

জমাটবাঁধা আঁধার যখন

ভাববি এখন ভোর।

মাদ্রাসাতে সুপার হবে

সাধু এবং পন্ডিতে

ইমাম সাবে মসজিদে নয়

থাকবে পূঁজার গন্ডিতে।

জানাযাতে ইমাম হবে

পাড়ার বড় বামুনে

শুঁয়োর গোস্ত মিলেমিশে

আমরা সবে খামুনে।

উন্নয়নে ভাসবে এ দেশ

মিথ্যা পাপের দরিয়ায়

আপন ঈমান আমল রেখে

পাপের বস্তা ভরি আয়।


১লা ডিসেম্বর ২০১৯ভোর ৫টা

No comments

Powered by Blogger.