আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২১৯৪ বাঁচার জন্য খাইতে হয়

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২১৯৪

বাঁচার জন্য খাইতে হয়


বাঁচার জন্য খাইতে হয়

সময় মত নাইতে হয়

শ্বশুর বাড়ি যাইতে হয়

মনের সুখে গাইতে হয়।

সেবার জন্য বাঁচতে হয়

যেমনি নাচায় নাচতে হয়

ডাকলে কাছে আসতে হয়

জগত ভালো বাসতে হয়।

আদর যেনো সবাই পায়

রাজা ফকির সবাই খায়

যতো পায় সে আরো চায়

নিজের মাও শ্রদ্ধা চায়।

আল্লাহ নবী ভক্তি চায়

কে কও রক্তারক্তি চায়?

তবু রক্তারক্তি হয

অযথা হয় শক্তি ক্ষয়।

হায়রে বোকা দুনিয়া

ক্যান হলিরে খুনিয়া।


২৯শে নভেম্বর ২০১৯;১০টা

No comments

Powered by Blogger.