আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২২০৮ আমি কবি, নবী না

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২২০৮

আমি কবি, নবী না 

আমি কবি, নবী না

নজরুল কিম্বা রবি না

দুর্লভ কোন ছবি না

বড় লোকের হবি না।

আমি দাদা মালি

মালা বানাই খালি।

শব্দগুলো জব্দ করে

গড়ি মালা রোজ

রাখেন কি তার খোঁজ?

শব্দে শব্দ জোড়া দেই

ময়না এলে তোড়া দেই।

তোড়ায় ফুলের গন্ধ

যখন থাকে ছন্দ।

আপনি যদি নিতে চান

ঝগড়া রেখে হীতে চান।


৪ঠা ডিসেম্বর ২০১৯;রাত ৮টা।

No comments

Powered by Blogger.