আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২২১৪ টু-লেট

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২২১৪

টু-লেট

 

দুর্বাঘাসে

বিজয় হাসে

রক্তে ভাসে

দেশ

জোয়ান পোলা

সেই যে গেল

আজও

নিরুদ্দেশ।

তোমরা করো

বিজয় বিজয়

আমার বিজয়

কই

আমি কি আজ

পুত্রহারা

মা জননী

নই?

পুত্র গেল

স্বামী গেল

তুমি বানাও

টাকা

একাত্তুরে

রক্ত দেয়া

সবই গেল

ফাঁকা?

লাউ বিক্রির

টাকা দিয়ে

তুমি কেনো

বুলেট

স্বাধীনতার

ঘরে দেখি

দরজায় লেখা

টু-লেট?

৬ই ডিসেম্বর ২০১৯;১১টা

No comments

Powered by Blogger.