আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২২২১ ভাইরে

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২২২১

ভাইরে

ভাইরে।

বলার কিছু নাইরে।

আগে দেশে মানুষ ছিল

এখন তেমন নাইরে।

আমরা এখন মানুষ রেখে

দলের গান গাইরে।

ভাইরে।

কেউ বিএনপি, কেউবা লীগ

কেউ লিলিপুট, কেউবা বিগ।

কেউ জামাত, কেউ চর্মনাই

বাকিরা কেউ ঘরজামাই

তাইতো দেশে মানুষ নাই।

মানুষ কোথা পাইরে

ভাইরে।

মানুষ নাই তাই দেশে এখন

মানবাধিকার নাইরে

আমরা সবাই সকাল বিকাল

লীগাধিকার খাইরে।

কত মজা পাইরে।

তাইরে নাইরে নাইরে

দলাধিকার চাইরে

ভাইরে।

কলাগাছে কলা ফলে

মজা করে খাইরে

রাজার ঘরে রাজা ফলে

তার জয়গান গাইরে।

তাইরে নাইরে নাইরে

ভাইরে।

১১ই ডিসেম্বর ২০১৯; ১টা

No comments

Powered by Blogger.