আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৭৬০ আজ কাল

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-২৭৬০

আজ কাল

আজ করিনি কালকে নানা ঠিকই আমি করবো

তোমার কথামতোই নানা নামায রোযা ধরবো।

সকাল বেলা তোমার সাথে বসে কোরান পড়বো

আবার আমি ভালো পথে জীবন আমার গড়বো।

খুশি হলাম নানা।

কবে থেকে ভাবো তুমি আমার বুদ্ধি কানা।

কালকে কি য়ে করবে তুমি সবই আমার জানা।

মা দিয়েছে ভাত আগে খেয়ে আসো খানা।

খেয়ে এসে বললো নাতি এই যে নানা, সেলাম

তোমার কথা শুনতে নানা আবার ফিরে এলাম।

নানা বলে নাতি,

মশার মত টিপে কভু যায় না মারা হাতি

দিনের মত পায় না আলো চন্দ্র দিয়ে রাতি।

যে করে কাজ তার জন্য কাল বলে কিছু নাই

আজকের খানা কালকে খাবো কেউ কি বলি ভাই।

নিত্যদিনের কাজটা নানা নিত্যদিনই করতে হয়

খালি হলে উদর তাতো নিত্যদিনই ভরতে হয়।

ঈমান আনলে সাথে সাথে এবাদতও করতে হয়।

কেউ যদি ভাই মারতে আসে তখন ঠিকই লড়তে হয়।

১৭/৭/২০

No comments

Powered by Blogger.