আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৭৫ অলসতা করবো না

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৭৫

অলসতা করবো না

অলসতা করে যে ফেলে রাখে কাজ

সেই ছেলে বার বার পায় শুধু লাজ।

সমযের কাজ যতো করো সময় মতো

কারো কাছে লাগবেনা করা মাথা নত।

অলসতা ডেকে আনে ব্যর্থতা, পরাজয়

বার বার পরাজয়ে মন ছোট হয়।

অলসতা করে না যে, সফলতা পায়

অলসতা করে যারা, করে হায় হায়।

অলসতা করবো না এসো করি পণ

তাতে থাকে হাসি খুশি সকলের মন।

তাতে বাড়ে যশ,খ্যাতি, বাড়ে সম্মান

তারা হয় সুখী আর খুশি অফুরান।

১১/৮/২২। বাদ ফজর।

No comments

Powered by Blogger.