আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৭২ উন্নয়ন ও ঋণ

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৭২

উন্নয়ন ও ঋণ

উন্নয়নের ঠেলাতে

বাড়ছে মাথায় ঋণের বোঝা

পারছে না কেউ ফেলাতে।

মীরজাফরের সাথে সিরাজ

পারছে নাতো খেলাতে।

ঘষেটিরা চালছে গুটি

স্বাধীনতার নড়ছে খুঁটি

ক্ষমতাতে টেংরা পুটি

দেশটা নাকি ভরে গেছে

হারামখোরের চেলাতে।

তারা এখন ব্যস্ত ভীষণ

জগতশেঠকে তেলাতে।

মধু হই হই দিচ্ছে বিষ

পিতলা চান্দের পেলাতে।

পেয়ালার মাঝে উন্নয়ন

তাও খাচ্ছে না জনগণ

দেশের মানুষ ঋণের হিসাব

পারছে নাতো মেলাতে।

চিপায় পড়ে ক্যা ক্যা করছে

বিশ্বঋণের ঠেলাতে।

ঋণের টাকা ঠাকুর বাড়ি

উঠছে প্রাসাদ বিলাতে

ইচ্ছে করছে নিজকে ধরে

আচ্ছা মত কিলাতে।

উন্নয়নের ঠেলাতে

তুলছে ঢেকুর আকুর পাকুর

মহারাজের চেলাতে।

৯/৮/২২।বাদ জোহর।

 

No comments

Powered by Blogger.