ভিডিও-তোমরা ভুলে গেছো মালেক ভাইয়ের নামঃ আসাদ বিন হাফিজ
তোমরা ভুলে গেছো মালেক ভাইয়ের নাম
কথা:আসাদ বিন হাফিজ
সুর ও শিল্পী- মশিউর রহমান
লিরিক্সঃ
তোমরা ভুলে গেছো মালেক ভাইয়ের নাম
যে মালেক জীবন দিয়ে দ্বীনের পথে করেছে সংগ্রাম
এখন আর পুরোনো সেই দিনের কথা মনে পড়ে না
হেঁটে সেই শহরতলী যাবার জন্য পা তো সরে না
এখন আর কারো কাছে নেই হৃদয়েরই এতটুকু দাম
এখন আর উপোস দিয়ে, ভাইকে তো কেউ খেতে বলে না
এখন আর একটা শার্টে কারো তো আর জীবন চলে না
রাত্রি জেগে দ্বীনি ভাইকে,এখন তো কেউ লেখেনা নীলখাম
এখন আর সকাল বিকাল হৃদয়ে কেউ স্বপ্ন আঁকে না
এখন আর ফযর পড়তে,ঘুম থেকে কেউ ডাকতে আসে না
সেই টি.এস.সি রমনা আছে আজ সেখানে কেউ ফেলেনা ঘাম
তোমরা ভুলে গেছো মালেক ভাইয়ের নাম।।
No comments