আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২১৭৮ আকাশে তারার দেশে



আসাদ বিন হাফিজ এর ছড়া-২১৭৮

আকাশে তারার দেশে

আকাশে তারার দেশে

উড়ে যাই বীরের বেশে

চাঁদ শুধায় মিষ্টি হেসে

কেমন আছো ভাই

কতদিন মাটির দেশে

দেখি না বীরের বেশে

জাগে না পুষ্প হেসে

কেউ তো জেগে নাই।

জাগে না ঘুমের পাড়া

পড়ে না কারো সাড়া

নাই কোন নাড়াচাড়া

কেউ তো জেগে নাই

সবুজাভ দেশ আছে

ফল ধরে গাছে গাছে

খাবার মানুষ নাই।

হাসে না ফুল বালিকা

ফুটে না জুঁই মালিকা

নাই রে ভূঁই চালিকা

কেউ তো জেগে নাই?

খোঁপাতে পুষ্প গুঁজি

দেখে না বোনও খুঁজি

ভাই যে জেগে নাই।

সকলে ঘুমের দেশে

পড়ে রয় মরার বেশে

এ ফাঁকে তস্কর এসে

সবই লুটে খায়

বল না কিশোর বালক

আগামী দেশের চালক

এও কি সওয়া যায়?

১৭/১১/১৯। ১০ঃ০০ টা।


No comments

Powered by Blogger.