গানঃ ৬৭৮-৬৭৯-আসাদ বিন হাফিজ

 

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৭৮

করোনা সরাও তুমি করুণা ঝরাও

 করোনা সরাও তুমি করুণা ঝরাও

পাপের সমুদ্র তুমি পূণ্যে ভরাও।

চাই করুণা, ওগো করুণা নিধান

ধরাতে আবার দাও তোমার বিধান।

ভুলে ভুলে এ জীবন হয়ে গেছে পার

এখন তো আশা শুধু করুণা তোমার।

এ পৃথিবী হয়ে গেছে পাপে অন্ধকার

করুণা করোগো প্রভু, বাঁচাও ইনসান।

পাপে পাপে ভরে গেছে দুনিয়া জাহান

পাপে পাপে ভরে গেছে মানুষের প্রাণ।

মাফ করে দাও তুমি, রহীম, রহমান

থামাও করোনা তুমি, বাঁচাও ঈমান।

কোথায় মোমিন তুমি তোলো দুটি হাত

তওবার নিয়তে এসো করি মোনাজাত।

কবুল করো এ তওবা, ওগো মেহেরবান

তোমারই করুণা চাই গুনাহগার ইনসান।

পাপ থেকে মুক্ত করো, করো পরিত্রাণ

থামাও, থামাও প্রভু, করোনা তুফান।

 ৯ই এপ্রিল ২০২০; সকাল ১০টা

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৭৯

কবুল করো আল্লাহ

করছি তওবা কড়জোরে, কবুল করো আল্লাহ

কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ।

মাফ করে দাও মাবুদ তুমি আমরা গুণাহগার

হিসাব করলে পার পাবো না গুণাহ বেশুমার।

সরাও সরাও প্রভু তোমার নোবেল করোনা

পাপী বান্দার পাপ যে অঢেল সেসব ধরোনা।

জানা এবং অজানা পাপ কেউ জানি না কত

দিন রাত শুধু পাপ করেছি, আমরা অবিরত।

সামলে রাখো নজর তুমি অশ্লীলতা করো না

সুদঘুষ সব হারাম কামাই ওসব তুমি ধরোনা।

পরের হকে হাত দিওনা, এতীমের মাল খেয়ো না

হালাল রেখে হারাম পথে বান্দা তুমি যেয়ো না।

ভন্ড নেতার কথা শুনে, প্রতারণায় পড়ো না

জনগণের টাকা নেতা নিজ পকেটে ভরো না।

কোনকিছুই মানিনি হায়, পাপ করেছি পাপ

গযব দেখে হুঁশ ফিরেছে, করছি অনুতাপ।

করছি তওবা কড়জোরে রহম করো মাওলা

রহম করো মাওলা তুমি রহম করো মাওলা।

 ১৭ই এপ্রিল ২০২০; বিকাল ৪টা

No comments

Powered by Blogger.