গানঃ ৬৮৩-৬৮৪-আসাদ বিন হাফিজ

 

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৩

করোনার গান

 করোনাকে তাড়াইতে চাও? শোনো জনগণ

সাবান দিয়ে হাত ধোও সবে কোরান দিয়ে মন।

আহা, কোরান দিয়ে মন

আহা, কোরান দিয়ে মন।

নয় যাবে না করোনা, সে যে করবে জ্বালাতন।

আহা, করবে জ্বালাতন

আহা, করবে জ্বালাতন।

জুলুম, শোষণ, অনাচার, পাপ, থাকবে যতক্ষণ

করোনাও নানান ছলে থাকবে ততোক্ষণ।

তিন হাত দূরে থাকো, ছাড়ো অবৈধ বন্ধন।

ছাড়ো অবৈধ বন্ধন

ছাড়ো অবৈধ বন্ধন।

সাবান দিয়ে হাত ধোও সবে কোরান দিয়ে মন।

শোন শোন দুনিয়াবাসী, শোন দিয়া মন

বাঁচো যদি আর কেড়োনা অন্য কারো ধন।

করোনা তো করবে নিঃশেষসকল দুঃশাসন

সকল দুঃশাসন

সকল দুঃশাসন।

সাবান দিয়ে হাত ধোও সবে কোরান দিয়ে মন।

 ৬ই মে ২০২০; বিকাল ৩টা

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৪

মাওলা গো

মাওলা গো ----------------

পাহাড় সমান পাপ যে আমার, ভয়ে মরি তাই

এতো পাপের বোঝা নিয়ে কোথায় আমি যাই।

কোথায় আমি যাই গো মাবুদ, কোথায় আমি যাই।

তবে কি হায় আমার বাঁচার কোন উপায় নাই?

মাওলা গো ----------------

নবী বলেন, মুমীন বান্দা শোনো দিয়া মন

আমার প্রভু দয়ার সাগর, পাষাণ পাথর নন।

এই দুনিয়ার সীমা আছে, দয়ার সীমা নাই

বাঁচতে চাইলে সময় থাকতে তওবা করো ভাই।

মাওলা গো ----------------

মাওলা,

আমার গুনাহ পাহাড় সমান,

তুমি মাওলা রহীম রহমান

করলে ক্ষমা তামাম ইনসান, তোমার ক্ষতি নাই

তোমার দরগায় হাত তুলেছি, ক্ষমা যেন পাই।

মাওলা গো ----------------

আমরা অতি গুনাহগার

পাপ দরিয়া করো পার

তওবা করছি কবুল করো, নাজাত যেনো পাই

দিন রজনী আমরা প্রভু তোমারই গুণ গাই।

পাহাড় সমান পাপ যে আমার, ভয়ে মরি তাই

তওবা করছি, মাওলা তোমার দয়া শুধু চাই।

 ৩১শে মে ২০২০; সন্ধ্যা ৭টা

আসাদ বিন হাফিজ এর লিখা গান-৬৮৪
ইয়া এলাহী
ইয়া এলাহি,
জুমাবারের ফজিলতে নাজাত আমায় দাও
তোমার প্রিয় বান্দার দলে শামিল করে নাও।
দাও সে ঈমান যে ঈমান তোমার
অধিক প্রিয় প্রভু
দাও সে জবান যে জবান তোমায়
যায় না ভুলে কভু।
আমার সকল গুণাহখাতা ক্ষমা করে দাও।
দয়ার সাগর তোমার দয়ায় এসেছি এই ভবে
তবে কেনো মনে রাখবে পাপ করেছি কবে।
দয়াল নবী দিলে তুমি দয়ার সাগর তাই
আমি যেন সেই দয়া গো চিরকালই পাই।
তোমার দয়ার ঢেউয়ে প্রভু আমারে ডুবাও।

তওবা করছি জুমাবারে, দয়াল নবীর বানী
এদিন তুমি তওবা কবুল অধিক করো জানি
সপ্তাহের এ সেরা দিনে ওগো প্রভু দয়াময়
গুণামাফের দোয়া আমার কবুল, যেন হয়।
করুণ সুরে ডাকছি তোমায় একটু ফিরে চাও।
১৩/৯/২০। রাত ৯ঃ০০ টা।

No comments

Powered by Blogger.