আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৪৮১-২৪৮৩


আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৮১

কাঁচা হলুদ বাটুন

সুস্থ্য থাকতে হাঁটুন

গরীবেরা খেটে মরে

আপনিও একটু খাটুন।

আপনিতো সেই বিশ্বনেতা

রঙিন ফিতা কাটুন

তারপরেও নিজের ময়লা

নিজেই দাদা ঘাটুন।

রাতের বেলা খেলার আগে

মুরগীর পা-ই চাটুন

আমার মত আপনিওতো

রিটার্ণ টিকেট কাটুন।

যাবো যখন এক ঠিকানায়

একটু জোরে হাঁটুন

হলুদ মেন্দি বাটুন

জন্ম হইছে এখন একটু

মরার জন্য খাটুন।

এই নিন একটু গর্বের আচার

বসে বসে চাটুন।

২৫শে ফেব্রুয়ারী ২০২০; ১২ টা।

 আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৮২

মশা

তোরে দেখলেই যায়রে বুঝা

দেশের কী হাল দশা।

যে পারে না খাইতে আহা

এক আঙুলের ঘষা

তারেই দেখি রাজার হালে

নাকের ডগায় বসা।

এইতো দেশের দশা।

মানি লোকের মান কিছু নাই

জ্ঞানী লোকের জ্ঞান

দেশ কি তবে চালায় এখন

ফরমান আলী খান?

নাকি চালায় দেশটা এখন

শুধুই মাছি, মশা।

হায় কী করুণ দশা।

বউয়ের পাশে বসা ছিলাম

সেদিন সন্ধ্যা রাইতে

চোখ পাকিয়ে বললো বউ,

কখন দিলা পারমিশন

আমায় চুমা খাইতে?

দিনরাত নাই, চুমায় খালি

তাও থামে না দিলে গালি।

যখন তখন চুমো মারে

আমার নরম গালে

ইচ্ছে করে অসভ্যদের

কিলাই তালে তালে।

হায়রে ফাজিল মশা

এই পীরিতি খসা

দিনে বলতি তোর জন্য

আনতাম কিনে শশা।

মশা হেসে কয়

শোনেন মহাশয়!

কোন সাহসে আপনে আমায়

দেখান মারের ভয়?

জুতার বাড়ি খেয়ে মরছে

নমরুদ, সত্য নয়?

আমার কাছে রাজা উজির

প্রজা বড় নয়

তারেই ধরি, যারে ধরতে

প্রভু আমায় কয়।

প্রভুর কথায় কাউকে আমি

অনেক ভালবাসি

প্রভুর কথায় কারো কাছে

যমের মত আসি।

কিসের এতো দম্ভ দেখাও

কিসের দেখাও ভয়

কখনো কি হয় না বলো

তেলাপোকার জয়?

 ২৫শে ফেব্রুয়ারী ২০২০; ৪টা।

 আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৮৩

এবার ঈদে

ঈদ মানে যে কী আনন্দ, অথৈ সুখের বন্যা

ঈদ মানে যে মায়ের কোলে নয়া চাঁদের কন্যা।

ঈদ মানে তো ফুল বাগানের সুবাসমাখা ফুল

ঈদ মানে তো ফুল কিশোরীর বেনী করা চুল।

এসো এসো ফুলপাখিরা খুশিতে গান গাই

ঈদের দিনে ফুলের বনে যাই হারিয়ে যাই।

এবার ঈদে শপথ নিলাম জগত ভালো বাসবো

বারে বারে ফুলের বনে ভ্রমর হয়ে আসবো।

আমরা হবো মৎস্য কন্যা সুখের জলে ভাসবো

আমরা হবো চাঁদের মেলা হাজারো চাঁদ হাসবো।

২৬শে ফেব্রুয়ারী ২০২০;  ৩ টা।


No comments

Powered by Blogger.