আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২২৮৩-২২৮৫

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-২২৮৩

কারে যে কি বলি!

কারে যে কি বলি!

কোন পথে যে চলি?

সদর রাস্তায় রক্ত ঝরে

ভরসা অলিগলি।

শহর থেকে অনেক ভাল

এখন শহরতলী।

যারে রাখি দারোয়ান সে

চালায় এখন গুলি

দেশটা চালায় এখন নাকি

চোরডাকাত ও কুলি।

ভাত দেয় নাখালি শোনায়

উন্নয়নের বুলি।

শোনরে সখি আমেনা

এতেই তো সে থামে না।

যে একবার গদী পায়

সে কখনো নামে না।

যতই বলিনাম

দেয় এগিয়ে অলংকার সে

ডান্ডাবেরি নাম।

কারে যে কি বলি

কোন পথে যে চলি?

কার যে সহায় সম্পদ আর

কে যে ভরে থলি।

বলতে পারিস পলি?

জীবনের নাই নিরাপত্তা

কেমন করে চলি?


৩০ডিসেম্বর ২০১৯১০টা

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-২২৮৪

রাত্রি গভীর নিকষ আঁধার

রাত্রি গভীর নিকষ আঁধার

সূর্য তবু উঠবেই

শীত বসন্তে হীম কুয়াশা

গোলাপ তবু ফুটবেই।

ফুলের সুবাস ছুটবেই

ঘুম মানুষের টুটবেই

মিলা শীলা বনভোজনে

আবার এসে জুটবেই।

দুঃখের পরে সুখ আসে

রাত্রি শেষে দিন হাসে।

এসব সবার জানা

আন্দোলন হোক টানা।

 

৩০ডিসেম্বর ২০১৯২ টা।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-২২৮৫

বীর বাঙালী ভীতু হও

বীর বাঙালি ভীতু হও

ভয়ে হাতে লাঠি লও।

না পেলে ভাই -- ভয়

কবে কে পায় -- জয়?

সাপের ছোবল খেতে চাও?

নয় তো হাতে লাঠি নাও।

ভয় না পেলে জয় আসে না

চন্দ্র সূর্য কেউ হাসে না।

যে যত পায় ভয়

সে তত পায় জয়।

আবার তিন দিন বসে বসে

মাসুদরানা পড়ো

কেমনে বাঁচে মাসুদরানা

সেই পথটা ধরো।

স্বৈরাচারে ভয় পায় বলে

তোমায় ধরে মারে

মারে বলেই গদীতে সে

আজো থাকতে পারে।

ভয় না পেলে জয় আসে না

ভয় ছাড়া তো জয় হাসে না।

ভয়ের পানি খাও

সামনে দু'পা যাও।

 

৩০শে ডিসেম্বর ২০১৯

No comments

Powered by Blogger.