আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৭১ সুখদ স্মৃতি

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৭১

সুখদ স্মৃতি

আসাদ বিন হাফিজ

আমার কেবল ইচ্ছে করে বাড়ি চলে যাই

যে বাড়িতে থাকতো আমার দুখিনী মা ভাই।

গাছতলাতে পাটি পেতে

কী যে মজা হাওয়া খেতে

সেসব সুখের দিনগুলো হায় কোথা গেলে পাই।

ইচ্ছে করে পেয়ারা গাছের ডালে বসে ভাই

ডাসা ডাসা পেয়ারা পেড়ে মজা করে খাই।

ঝুলে থাকা কচি শশা

ফুলে ফুলে ভ্রমর বসা

এসব স্মৃতি পড়লে মনে আজো ব্যথা পাই।

বর্ষার জলে ডুবে ডুবে চক্ষু করে লাল

বাড়ি গিয়ে খেতাম যখন মার আহ্লাদী গাল।

তখনকার সে সুখদ স্মৃতি

আজও বুকে হয়নি ইতি

সেসব স্মৃতি থাকবে বেঁচে হয়তো চিরকাল।

৯/৮/২২। বাদ ফজর।

 

No comments

Powered by Blogger.