আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩৫৫৮-৩৫৭০

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৫৮

খুনীর ভাগ্য

আমায় তুমি খুন করলে, তুমি হবে খুনী

লোকে আমায় খুনী নয়, বলবে ছিল গুণী।

খুন করে যে খুনী হয়

খুন না করে গুণী হয়

খুনী হতে তোমার কি খুব ইচ্ছে করে শুনি?

জাফর আলী খুন করলে মীরজাফর হয় নাম

তার জন্য লোকের থাকে ঘৃণা অবিরাম।

মরেও সিরাজ শ্রদ্ধা পায়

হাজার জনের দোয়া পায়

মিরজাফরের কোন কালে ঘোচে না বদনাম।

আমায় যদি মারো তাতে তোমার মরণ ঠেকবে না

কোন মহল্লার শেঠ ছিলে আজরাইল তা দেখবে না

খুনী হয়ে করলে তুমি পাপ

দুনিয়াতে পেলে অভিশাপ

ফেরেশতারা তোমার নামে ভাল কিছু লেখবে না।

আমি হবো শহীদ আর খোদার কাছে গুণী

তুমি হবে পাপী আর সবার কাছে খুনী।

আমায় মেরে পাবে জাহান্নাম

বলো তবে জীবনের কি দাম

মন্দ কপাল দেখে তোমার হাসবে যে টুনটুনি।

কেন তবে মারবে আমায় বলো দেখি শুনি?

২/৮/২২। বাদ মাগরিব।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৫৯

হারিকেনে সলতে নাই

আকাশ স্বাধীন বাতাস স্বাধীন

স্বাধীন আমার দেশটা

মন্ত্রী স্বাধীন, রাজা স্বাধীন

স্বাধীন উপদেষ্টা।

গরু স্বাধীন, গাধা স্বাধীন

স্বাধীন রাজার মেষটা

পুলিশ স্বাধীন,র্্যাবও স্বাধীন

স্বাধীন গুমের চেষ্টা।

পড়শি স্বাধীন, বড়শি স্বাধীন

স্বাধীন আরও কেস্টা

পুরুত ঠাকুর, পরেশ স্বাধীন

স্বাধীন ওদের তেষ্টা।

তেষ্টা হয় না নিবারণ

বলতো আর কি বারণ?

ওসব কথা বলতে নাই

হারিকেনে সলতে নাই।

৩/৮/২২। বাদ ফজর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬০

এসব তো নয় ফানি

ব্যাপারটা খুব ফানি।

তিরিশ টাকা ধার করেছে

বিলাসপুরের রানী।

জানি, সবই জানি।

তারও ছিল একটা বুড়ো

খুকুর খুকুর নানী

তার যে ছিল সম্পদ বলতে

সাকুল্যে এক কানি।

সেই জমিতে ছিল মামা

একটা হাঁটু পানি।

ভাবছি তাতে মরবো ডুবে

সূর্য কেন ওঠে পূবে

গদীতে ক্যান জালিমে

জেলখানাতে আলিমে।

এসব কিরে সওয়া যায়?

নাকি কাউরে কওয়া যায়?

পেট ভরে কি বাণীতে

কান্দি নাতী নানীতে।

কান্না শুনে বগা কয়

জুলুম, সে তো মগা সয়।

সাহস থাকলে জালিমের

জিভটা ছিঁড়ো টানি

ভাল মানুষ ভাল হলে

কে সয় শয়তানী?

বোবা ভালোর দাম নাই

ভীতুর কোন কাম নাই।

বক্তা হলেই খাম চাই

নেতার তেল ও পাম চাই

গুন্ডার হাতে রাম চাই

কবির খালি নাম চাই

কেডা তবে ভালো?

কে জ্বালবে আলো?

যারা নাকি ভীতুর ডিম

তারা কি হয় ভালো?

শক্তি লাগে সাহস লাগে

জ্বালতে নূরের আলো।

তোমার বুকে সাহস নাই

তোমার সঙ্গে কেমনে যাই?

ঈমান আছে যার

সাহস আছে তার

অন্যায় যে রুখে দেয়

সে প্রিয় আল্লাহর।

ইসলাম যদি মানতে হয়

রক্ত দিতে জানতে হয়।

সুরমা আতর ছাড়ো

ইবলিস ধরে মারো।

এসব তো নয় ফানি

এসো কোরান মানি।

সাহস রাখি বুকে

বেঁচে থাকি সুখে।

৩/৮/২২। বাদ আছর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬১

তলে তলে

গলায় কলসি বাইন্ধা চলো

জলে ডুইবা মরি

এ জীবন কি রাইখা লাভ

ছড়ি ঘুরায় পরী।

আলিম জালিম এক বরাবর

সবাই সমান পাপী

সবার পিঠেই বান্ধা আছে

পাপের বিশাল ঝাঁপি।

মানুষ মরে ক্ষুধার জ্বালায়

উপোস কাটে রাত

চোরকে বানাই চেয়ারম্যান

যে হারামীর জাত।

দাজ্জাল খাইছে দয়া মায়া

স্নেহ প্রীতি নাই

আমরা করি গীবত চর্চা

ভাইয়ের গোশত খাই।

এইটা এখন কলিকাল

গলি ভরা পাপ

যে মানুষকে এনে দেয়

দোজখের উত্তাপ।

পাপী করে পাপের কাম

আমরা সবই সই

এভাবেই তো পাপের ভাগ

আমরা বুঝে লই।

পাবলিক যদি ভাল হইতো

চোর কি হইতো নেতা

এই কথাটা বুঝে না হায়

কওতো দেহি কে তা?

তার মানে তো তলে তলে

আমরা সবাই চোর

কেউ খোশে কেউ দায় ঠেকে

আমরা হারামখোর।

৪/৮/২২। বাদ ফজর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬২

এক আদমের সন্তান

তুমি আছো হিন্দু আর আমি মুসলমান

কোরান মতে তুমি আমি এক আদম সন্তান

এ বিশ্বাস না থাকলে আমার থাকে না ঈমান

তার মানেতো আমরা দু ভাই হিন্দু মুসলমান।

কিসের তবে ঝগড়াঝাটি, কিসের ব্যবধান

আমার যেমন আল্লাহ আছে তোমার ভগবান।

মন্দ করলে নরক তোমার আমার জাহান্নাম

তুমি মরবে, আমি মরবো, লাশের আর কি দাম।

তুমি যদি জলপান করো আমি করি পানি

তুমি দাও পাঠা বলী, আমিও কোরবানী।

তুমি যদি মন্দিরে যাও, মসজিদে যাই আমি

রোদে হাঁটলে তুমি আমি একই রকম ঘামি।

তোমার ধর্ম তুমি মানো আমার ধর্ম আমি

কে মন্দ আর কে ভালো তা দেখুক অন্তর্যামী।

একই পাড়ায় থাকি আমরা একই হাটে যাই

একই গাভীর দুধতো আমরা দু ভাই মিলে খাই।

একই প্রভুর গুণগান আমরা গলা ছেড়ে গাই

এক আদমের সন্তান আমরা হিন্দু মুসলিম ভাই।

৫/৮/২২। বাদ ফজর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬৩

ফরজ তুমি ধরো

নফল আমল করার আগে

ফরজ তুমি ধরো

কোরান হাদীস বুঝে মানার

গরজ তুমি করো।

কোনটা ফরজ কোনটা নফল

জানলে তুমি হবে সফল

কোরান হাদীস মতে তুমি

সুখের সমাজ গড়ো।

ফরজ পালন করো নইলে,

পাপ যে হবে সোনা

নফল পালন না করলে,

পাপ হবে না গোণা।

তারপরেও নফল নিয়ে

মাতামাতি করো গিয়ে

তারচে ভালো রোজই একটু

কোরান হাদীস পড়ো।

পাগল মন তুই বুঝলি না

কোনটা আসল সোনা।

তলাবিহীন বস্তায় ভরে

নেকী করলি গোণা।

আসল রেখে নকল ধরলে

ফরজ রেখে নফল করলে

আসল খবর জানতে পারবে

যেদিন তুমি মরো।

৬/৮/২২। বাদ ফজর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬৪

শিকড় কাটো

গাছের যদি শিকড় কাটো

গাছ বাঁচে না, মরে যায়

খুঁটির গোড়ার মাটি সরলে

সেই খুঁটিও পড়ে যায়।

বড় বড় মিছিল করা

পারলে এবার বাদ দাও

বিষবৃক্ষের শিকড় কাটায়

আস্তে করে হাত দাও।

দালাল যদি হালাল হয়

আলাল তবে কান্দে

আটকে পড়লে বাঘের ছাও

লতাই তারে বান্ধে।

খাইলে দালাল হাটের মার

আর হবে না ঘরের বা'

শিয়াল তখন ঠিকই পড়বে

ইঁদুর মারা ফান্দে।

কোন কথাটা কইলাম আমি

বুঝলা কিছু চান্দে

নিজের বোঝা নিজেই তুমি

এবার তোল কান্ধে।

৬/৮/২২। বাদ আছর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬৫

দেশ জুড়ে কান্না

এই দেশ আমাদের়

কারো দয়া দান না।

তাপ বাড়ে বাতাসের

টের কিছু পান না?

চারদিকে হাহাকার

এই দেশ আহা কার

ভন্ডরা তবু বলে

এই দেশ জনতার।

জনতার দেশ যদি

কার হাতে নদনদী

কার হাতে দেশগদি

বদী কেন গদি পায়

ক্ষমতার বলে বদি

কেনো দুধ খায়?

দেশ জুড়ে কান্না

কেউ খায় দুধভাত

কেউ খেতে পান না।

রাজা বসে গাঁজা খায়

প্রজাদের দেখতে যে

ছুটে কভু যান না।

দেশ জুড়ে কান্না।

ভোট আসে ভোট যায়

আমলারা টাকা পায়

জনগণ ভোট দেয়ার

সুযোগটাও পান না

অসহায় জনতার

তাই আসে কান্না।

চারদিকে হাহাকার

দেশটা যে আহা কার

হাহুতাশ বাপ ও মা'

বাড়ে শুধু অনাচার

কেউ খায় দুধভাত

কেউ খেতে পান না।

দেশ জুড়ে কান্না।

ভাত দেন নইলে

গদি ছেড়ে যান না।

এই দেশ আমাদের়

কারো দয়া দান না।

তাপ বাড়ে বাতাসের

টের কিছু পান না?

৬/৮/২২। বাদ মাগরিব।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬৬

তখন কিছু কয় না

চালের দাম বাড়ছে বাড়ুক

তোদের ভয় কি বল না

খাবার দাবার মাগনা চাস?

আমার সাথে চল না।

তোদের জন্য সরকার আছে

আর কিছু কি দরকার আছে?

আরো জোরে সবাই মিলে

জয়বাংলা বল না।

রাজাকারের গোষ্ঠী পেলে

পায়ে পিষে চল না।

উন্নয়ন যার সয় না।

তাদের ধরে শশুরবাড়ি

পাঠিয়ে দেই, ময়না?

সেখানে তো জমা আছে

ডান্ডাবেরির গয়না।

বড় বড় দালান ঘর

ধরে ধরে চালান কর

চালের দাম বাড়লে যাদের

পিত্তি জ্বলে, সয় না

তাদের বলি আর কি লাগবে?

তখন কিছু কয় না।

৬/৮/২২। বাদ এশা।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬৭

আমরা সবাই বাঁচি

আপনারা যে পেয়ার করেন

সে কথা তো জানি

প্রেমের কথা সবাই বুঝে

মূর্খ এবং জ্ঞানী।

প্রেমের টানেই শেয়ার করেন

সে কথাও মানি

কবিরে তো ভালবাসে

দাসী থেকে রাণী।

কোনো কথা কথার কথা

কোনো কথা বাণী

কোনো কথা দামী আবার

কোনো কথা ফানি।

শেয়ার করেন পেয়ার করেন

শুভ সমাজ চাই

শুভ সমাজ গড়ার জন্য

হাতটা মিলান ভাই।

কেউবা বন্ধু কেউবা বোন

কেউবা মামী, চাচী

সবাই আসুন ভালো হই

আমরা সবাই বাঁচি।

৭/৮/২২। বাদ জোহর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬৮

সময়টাকে লাগাও কাজে

ভাগিনাঃ

বলতে পারো মামী

কোন জিনিসটা এ পৃথিবীর

সবচে বড়, দামী?

মামীঃ

সবচে দামী হীরে পান্না

সবচে দামী মোতি

তারচে দামী শিশুর হাসি

চাঁদ সুরুজের জ্যোতি।

ভাগিনাঃ

হয়নি মামী হয়নি।

এমন কথা কোরান হাদীস

কেউতো মামী কয়নি।

কয়নি কোন জ্ঞানী গুণী

কয়নি কোন ঋষি মুনী।

মামীঃ

তবে কি দামী সোনাদানা

নাকি দামী খানাদানা

নাকি দামী মলয় বায়ু

নাকি দামী নিজের আয়ু?

ভাগিনাঃ

তাও জানো না মামী

সময় সবচে দামী

একবার গেলে আর আসে না

সময় কোন কালে।

সময় যেন লটকে থাকে

বিশ্ব মরণ ডালে।

তাই সময়ের কসম খান

আল্লাহ কোরানপাকে।

এই কথাটা মামী যেন

তোমার মানে থাকে।

মামীঃ

ঠিক বলেছিস ভাগিনা

তোর কথায় তাই রাগী না।

সময় যতো যাচ্ছে ততো

আসছে মরণ কাছে

সময় নষ্ট করলে শুধু

পস্তাতে হয় পাছে।

দুজনঃ

ফালতু কাজে সময় নষ্ট

কেউ করো না ভাই

সময়টাকে লাগাও কাজে

আমরা এবার যাই।

৮/৮/২২।বাদ ফজর।

 

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৬৯

সময়কে যে লাগায় কাজে

সময়কে যে লাগায় সঠিক কাজে

সেই তো সফল হয় দুনিয়া মাঝে।

সময় নিয়ে হেলাফেলা

করলে সময় অবহেলা

সে তো মরে অবশেষে দুঃখ এবং লাজে।

সময়ের চে দামী কিছু নাইরে দুনিয়ায়

সময় যদি যায়রে চলে সে ফিরে না হায়

তবু আমরা করি সময় নষ্ট

জীবন জুড়ে বাড়াই কত কষ্ট

তাইতো সময় নষ্ট করা কারো নাহি সাজে।

সময়ের কাজ সময় মতো করো

ফুলের মতই সুন্দর জীবন গড়ো

বেহুদা কাজ দাওনা ছেড়ে

টা টা বলো দুহাত নেড়ে

ফুলের মত জীবন গড়ো সকাল এবং সাঁঝে।

সময় কারো একমিনিটও বাড়বে না

সময়মতো আজরাইলও ছাড়বে না।

কেন তবে সময় নষ্ট

করে বাড়াও নিজের কষ্ট

সময় কাটুক সব মানুষের

এসো সবাই সময় কাটাই সুন্দর ভালো কাজে।

৮/৮/২২। বাদ আছর।

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩৫৭০

মিথ্যা কথা বলবো না

মিথ্যা কথা বলবো না,অসৎ পথে চলবো না

দুষ্ট লোকের মিষ্ট কথায় আর ভুলবো না।

হুকুম মানবো কোরানের

মানবো হুকুম রাসুলের

নবীর দেয়া রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলবো না।

পারলে করবো ভাল কাজ, মন্দ কিছু করবো না

না বলে কেউ, কক্ষনো, পরের জিনিস ধরবো না।

চোরাই প্রাসাদ গড়বো না

সত্য থেকে নড়বো না

জেনে শুনে বাজে কাজে সময় নষ্ট করবো না।

হারাম কিছু খাবো না

মন্দ জায়গায় যাবো না

যদি যাই তবে আহা আল্লাহর মদদ পাবো না।

৮/৮/২২। বাদ মাগরিব।

 

No comments

Powered by Blogger.