আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৪৫৯ কোরআনের পাখির মুক্তি চাই


আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৫৯

কোরআনের পাখির মুক্তি চাই

অমানিশা ভোর হয় পাখিদের গানে

বলাকারা ওড়ে যায় সুদূরের পানে।

উড়ে না বন্দী পাখি, মেলে না পাখা

মানবতা আজ তাই আঁধারে ঢাকা।

এ আঁধার যাবে না ওগো, প্রভু দয়াময়

কোরআনের পাখি যদি না ডাকে সদয়।

দাও দাও মুক্তি দাও কোরানের পাখি

কোটি কোটি জনতার ভেজা যে আঁখি।

ডেকে ডেকে সব কথা তোমাকেই বলি

কোরানের আলো দাও, নির্ভয়ে চলি।

রেখো না বন্দী আর কোরানের পাখি

সাড়া দাও, দাও সাড়া বেকারার ডাকি।

আমাদের হৃদয়ে দাও, কোরানের আলো

মিটে যাক অমানিশা, আঁধারের কালো।

মিটে যাক, যাক মিটে, আমাদের পাপ

মিটে যাক দুর্ভাগা জাতির অভিশাপ।

দাও দাও, আলো দাও, ভালো দাও প্রভু

নিয়ো না, নিয়ো না আর আঁধারে কভু।

আজানের সুরে সুরে জাগুক জাহান

কোরানের পাখিরে দাও মুক্তি মহান।

২০শে ফেব্রুয়ারী ২০২০; ভোর ৫টা

No comments

Powered by Blogger.