আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৪৫৬ এই দেশে যে বিএনপি আছে

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৫৬

এই দেশে যে বিএনপি আছে

এই দেশে যে বিএনপি আছে

টেরটা কেনো পাই না

আমি না হয় দল করি না,

ভাত কি আমি খাই না?

জিয়ার জন্য গান যে লিখি

গাওয়ার দেখি মানুষ নাই

আমি তো ভাই লেখার মানুষ

গাওয়ার মানুষ কোথায় পাই?

আন্দোলনের ছড়া কাব্য

লিখি শতো শতো

অনাদরে পড়ে থাকে,

লিখবো বলো কতো?

কেউ করে না আবৃত্তি ও

কেউ করে না শেয়ারও

ওসব দিকে খেয়াল নেই

কেউ করে না কেয়ারও।

বিএনপি যে আছে দেশে

কেমন করে বুঝি ভাই

ভোট দিতে যায় পাবলিকে

গিয়ে দেখে এজেন্ট নাই।

মিছিল হলেই গুলি হয়

গুলি খাওয়ার নেতা কই

নেতা কি সব ঘরজামাই

আনতে গেছে মিষ্টি, দই?

সারাদেশে ভোটার ঘুরে

নেয়ার কোন মানুষ নাই

বলতে পারো কোথায় গেলে

ধানের শীষের নেতা পাই?

মরা ঘোড়া ডিম পাড়ে না

বাচ্চা দেয় না মরা হাঁস

লাভ কি বলো থাকলে বনে

মোটাতাজা বরাক বাঁশ?


১৯শে ফেব্রুয়ারী ২০২০; ৫টা

No comments

Powered by Blogger.