গানঃ ৭৫৫ - উড়াল পাখি-আসাদ বিন হাফিজ


 আসাদ বিন হাফিজ এর লিখা গান-৭৫৫

উড়াল পাখি

মন হয়েছে উড়াল পাখি

বুঝাইলে মন বুঝে না

মন যেতে চায় অচীন দেশে

স্টেশন সে খোঁজে না।

সে জানে তার নিজের বাড়ি

অচীন দেশের নিঝুম গাঁয়।

তাই তো এ মন সকল ফেলে

অচীন দেশে যেতে চায়।

মন উড়ে যায় অচীন দেশে

মেঘের ওপর ভেসে ভেসে

সে যেতে চায় নিজের বাড়ি

পরের বাড়ি খোঁজে না।

বুঝাইলে মন বুঝে না।

আগে যদি জানতো পাখি

বাসা মানেই বাড়ি না

তবে তো সে উড়ে যেতো

বলতো না সেপারি না।

উড়াল পাখি উড়ে যায়

মন কি তার যেতে চায়

সে যেতে চায় নিজের বাড়ি

আর কিছু সে খোঁজে না।

৮/৮/২০২২; বাদ জোহর।

No comments

Powered by Blogger.