শীতের বাউল - অপ্রকাশিত কবিতাঃ ১১৭

                                                                                 

কবিতা-১১৭ : শীতের বাউল

কুয়াশার পবিত্রতা দিয়ে স্নান করানো

হলো ফুলগুলোকে।

ফুলগুলো বিকিরিত হলো নক্ষত্রসম।

সবুজ ধানক্ষেতে একসারি চাঁদ উঠলো।

লাল জাফরান মেখে জ্বলে উঠলো অজস্র তারকারাজি।

নুরানী জোস্নায় প্লাবিত হলো নন্দনকানন।

 

কিন্তু ভোর হওয়ার আগেই

একদল হায়েনার উদরস্ত হলো চাঁদগুলো।

কাঞ্চনজঙ্ঘার শীত তাঁদের ফাঁসি দিল।

 

কিছু তারকারাজি পাঠানো হলো জেলে।

কিছু গুম হলো।

কিছু ঝুলির ভেতর হুলিয়া নিয়ে হলো ফেরারি।

তারা এখন সুড়ঙ্গে রাত কাটায়।

 

আর বাংলার মানুষ সখিনা বিবির মাইজবান্ডারি তোবারক খেয়ে উন্মাতাল জিকিরের তালে তালে

বেহুঁশ হয়ে পড়ে থাকে খানকার সিঁড়িতে।

২০/০১/২০২১ রাত ৮টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.