ঘরহীন পথজোস্না - অপ্রকাশিত কবিতাঃ ১১৮

                                                                                 

কবিতা-১১৮ : ঘরহীন পথজোস্না

মাঝরাতে পাহাড়ে সূর্য ওঠলো।

সূর্যটা হাতে নিয়ে মক্কার বালক গেল তায়েফে।

ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হয়ে মদীনায় এসে জোস্না বিলানো শুরু করলো।

সে জোস্না একদিন গ্রাস করলো পদ্মার চর।

 

কী সৌভাগ্য আমাদের!

আমাদের বাপ দাদারা সে জোস্না অঙ্গে মেখে ভবনের যেখানেই গেল সেখানটাই জোস্নাময় হয়ে গেল।

জোস্না ছড়িয়ে পড়লো ধানক্ষেতে।

পাটক্ষেতে গজিয়ে ওঠলো জোস্নাচারা।

খেলার মাঠে জোস্না। পুকুরঘাটে জোস্না।

আমাদের আঙিনা জোস্নাময় হয়ে গেল।

 

একদিন বানরের সন্তানরা

জোস্নার গায়ে ময়লা মেখে দিল।

মানুষের চেহারা ও বানরের চরিত্র নিয়ে প্রজাপতি হয়ে গেল বিষাক্ত ভীমরুল।

 

আমরা ভীমরুলের ভয়ে ঘরদোর ছেড়ে পথে নেমে এলাম।

সেই থেকে আমরা পথজোস্না।

কতদিন আমরা ঘরহীন পথজোস্না হয়ে থাকবো?

২০/০১/২০২১  রাত ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.