মানুষের মন - অপ্রকাশিত কবিতাঃ ৩৬৩

       

কবিতা-৩৬৩ : মানুষের মন

কী বিপুল সুবিশাল সাগরের নীল

তারচেয়ে সুবিশাল আকাশ সুনীল।

তারচেয়ে বিশালতা যদি তুমি চাও

তবে তুমি মানুষের কাছে চলে যাও।

 

তার আছে বুক জুড়ে বিশাল হৃদয়

যে হৃদয়ে বাস করে প্রভু প্রেমময়।

সে হৃদয় ভরা থাকে আল্লাহর নূরে

সে হৃদয়ই যেতে পারে দূর সুদূরে।

 

সে হৃদয়ের বিশালতা সবচেয়ে বড়ো

সে হৃদয় খুলে তুমি প্রেম শুধু করো।

যেভাবে আকাশ হয় সাগরে বিলীন

তুমিও প্রভুর প্রেমেই হয়ে যাও লীন।

 

তোমার জন্যই সৃজন আকাশ সাগর

অনন্ত প্রেমের ভান্ডার তোমার অন্তর।

সে হৃদয়ের বিশালতা এত সীমাহীন

এ বুকেই বাস করে আকাশ জমীন।

০৮/০৭/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.