চানক্য প্রেম - অপ্রকাশিত কবিতাঃ ৩৬২

       

কবিতা-৩৬২ : চানক্য প্রেম

কেনো তুই খেয়েছিলি যমুনার জল

প্রেম প্রেম খেলে কেন করেছিলি ছল।

পাললিক মন আমার প্রেমের পাগল

মধু বলে কে জানতো খাওয়াবি গরল।

 

বুঝি নাই আজো তাই খেসারত দেই

হাত পেতে কাঁটাবন বুকে তুলে নেই।

কোথাকার পাখি তুই কার গান গাস

তোর প্রেমে আমি হই বার বার লাশ।

 

গোড়া কেটে বৃক্ষের ডালে দিস পানি

তোর মনে এত বিষ আমি কি তা জানি।

কে লাগায় বৃক্ষ আর কারা ফল খায়

বাংলার রূপালী ইলিশ দিল্লীতে যায়।

 

যারা ছিলো যুদ্ধে, তারা গেলো কই

যে দেখেনি মুক্তিযুদ্ধ, তারে দেই দই।

নানা ছলে মুক্তিযুদ্ধের নেতা করে খুন

আমারি ঘরে তুমি লাগাচ্ছো আগুন।

 

তুমি ছিলে বাবু পাড়া যুদ্ধে আসো নাই

পিন্ডির হেরেমে বসে খেতে মোগলাই।

পুরনো সে সব কথা আজো ভুলি নাই

স্বাধীনতা শত্রুদের চলো বিদায় জানাই।

০৭/০৭/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.