হার মানে পরাজয় নয় - অপ্রকাশিত কবিতাঃ ৩২৪

            

কবিতা-৩২৪ : হার মানে পরাজয় নয়

হেরে গেলে পড়ো না ভেঙ্গে

হার মানে পরাজয় নয়

হারা মানে সামনে তোমার

হবেই হবে নিশ্চিত জয়।

 

বিজয়ে তুমি হয়োনা বেতাল খুশী

শোকরে তুমি হও আরো অবনত

বিনয়ী হও, নয়তো ওহোদ এসে

বারবার তোমায় করবে আশাহত।

 

মনের যতো দম্ভ, দেমাগ, অহংকার

করো করো নাশ, করো সব চুরমার

নয়তো তুমি সামনে হবে পরাজিত নিশ্চয়

মনে রেখো, জয়ের পিঠেই থাকে পরাজয়

 

জয় পরাজয়ে কভু হয় না অধীর

দৃঢ় পায়ে হেঁটে যায় মুজাহিদ বীর।

 

প্রতিশোধহীন রক্তবিহীন

ফতে মক্কার জয়

তাতেই ভাস্বর ইসলামের

সুমহান পরিচয়।

০৭/০৬/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.