ভেঙ্গে পড়োনা বন্ধু - অপ্রকাশিত কবিতাঃ ৩২৩

            

কবিতা-৩২৩ : ভেঙ্গে পড়োনা বন্ধু

ভেঙ্গে পড়োনা বন্ধু আঁধার দেখে

মনে রেখো রাত শেষে আলো হাসবে

দূরগামী মানুষেরা কাছে আসবে

সকলেই সকলেরে ভালবাসবে।

 

ঝড়ের সাথে আসে বৃষ্টিধারা

জলের প্রপাতে জাগে নবীন চারা

ধরনীতে এভাবেই সবুজ আসে

মাঠ ঘাট প্রান্তরে শ্যামল হাসে।

 

রাত শেষে ভেসে আসে নবীন আলো

দূর হয়ে যায় যতো আঁধার কালো

আলোর জোয়ারে ভাসে দেশ মহাদেশ

পাপ আর পঙ্কিলতা হয় নিঃশ্বেষ।

 

বানের জোয়ারে ভেসে পলি আসবে

ফুলকলি পলি পেয়ে ফের হাসবে

ফুলের সুবাসে এই মন ভাসবে

প্রজাপতি তোমাকেই ভালবাসবে।

 

আশার নিশান তুমি আকাশে উড়াও

ধৈর্যের পুষ্প দিয়ে হৃদয় জুড়াও।

মনে রেখো রাত শেষে ভোর আসবে

আলোয় আলোয় প্রিয় ধরা ভাসবে।

 

আঁধারের বুক চিরে আলো আসবে

গাঁও, নদী, রাজপথ ফের হাসবে।

আলোয় আলোয় এ ধরা ভাসবে।

মানুষ মানুষকে আবার ভালবাসবে।

০৬/০৬/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.