একটি হাঁসের গল্প - অপ্রকাশিত কবিতাঃ ৩৮২

           

কবিতা-৩৮২ : একটি হাঁসের গল্প

দাদার কাছে নাতি গল্প শুনছে।

উনিশ শ একাত্তর সালের কথা।

এক লোক অনেক কষ্টে সর্বস্ব বিলিয়ে

একটি রাজহাঁস কিনলো।

হাঁসটির নাম রাখলো বাংলাদেশ।

হাঁসটি তিনশ ডিম দিল।

ডিমগুলোর নাম রাখলো গনতন্ত্র।

 

এক রাতে একটা ধুর্ত শিয়াল এসে

ডিমগুলো খেয়ে ফেললো।

হাঁস এবং হাঁসের বাচ্চাগুলো সেই দুঃখে

সবুজ বনে বসে কাঁদতে লাগলো।

বাঘ এসে বললো, কাঁদিস কেনো?

হাঁসেরা সব কথা বাঘকে খুলে বললো।

 

সব শুনে বাঘ বললোচিন্তা করিস না।

এরপর বাঘ হাঁসটিকে খেয়ে ফেললো।  হাঁসের আর কোন চিন্তা রইলো না।

এ গল্প সবার কাছে বইলো না।

০৩/০৭/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.