আমরা অপেক্ষা করবো - অপ্রকাশিত কবিতাঃ ০৪৭

                                        

কবিতা-০৪৭ : আমরা অপেক্ষা করবো

না, আমরা থামতে শিখিনি।

পৃথিবী চলতেই শুরু করেছে আমাদের হাত ধরে। তারপর থেকে আমরা ক্রমাগত হেঁটেই চলেছি।

আজো হাঁটছি। হাঁটতেই থাকবো।

হাবিল কাবিলের সংঘাতে আমরা সত্যের পথেই ছিলাম।

এরপর লক্ষাধিক নবীর আমল। যখনই অন্ধকার ঘিরে ধরেছে নবী ও পয়গম্বরগণ তুলে ধরেছেন আলোর মশাল।

সবশেষে এলেন আমাদের নবী- খাতামুন নাবিয়্যিন।

আমরা তারই উত্তরাধিকার বহন করছি।

কেয়ামত পর্যন্ত চলবে এ উত্তরাধিকার।

 

আমরা জানি, অন্ধকার বিছিয়ে দেয়ার জন্য যুগের পর যুগ দেশে দেশে নমরুদ ও ফেরাউনের আগমন ঘটবেই।

কিন্তু আল্লাহ কখনো তার বাতি নিভতে দেবেন না।

কেউ না কেউ নূরের বাতির উত্তরাধিকার বহন করবেই।

আমরা তারই সহযোগী হবো।

ধিক্কার কুড়ানোর জন্য শয়তানের চেলারা যতই ক্ষমতা দেখাক,

যতই প্রতাপান্বিত হোক তাদের মর্মান্তিক পরিণতি কেউ রোধ করতে পারবে না।

 

সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো। ধৈর্যশীলদের সাথেই প্রভু থাকেন। আমরা অপেক্ষা করবো।

১৮/০১/২০১৯  ৮টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.