আনুগত্য - অপ্রকাশিত কবিতাঃ ০৪৮

                                         

কবিতা-০৪৮ : আনুগত্য

আপনাকে আমার কিছুই বলার নেই।

আল্লাহর তলোয়ার নামে খ্যাত

সেনাপতিকে আপনি চাইলেই

পদচ্যুত করতে পাবেন,

বরখাস্ত করতে পারেন।

এটা আপনার অধিকার।

আপনি খলিফা।

আমার আনুগত্য আপনার জন্যই

 

কিন্তু তাতে সেই তরবারির ঝলক

কিছুমাত্র কমে কি?

না, কমে না।

 

আপনি এবং খালিদ দুজনই

নবীর সহচর, প্রিয়তম সাহাবী।

দুজনের প্রতিই আমার অসীম শ্রদ্ধা ও ভক্তি।

আমি শুধু প্রার্থনা করতে পারি,

আল্লাহ যেনো সবাইকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন।

 

কিন্তু আমি চাইলেই আপনার আনুগত্য পরিহার করতে পারি না।

আপনার নির্দেশ অমান্য করতে পারি না।

আপনি যে মুসলিম জাহানের খলিফা

তা অস্বীকার করতে পারি না।

তেমন অধিকার ইসলাম আমাকে দেয়নি।

আপনার নির্দেশে আমি গর্দান দিতেও বাধ্য।

২১/০১/২০১৯  ৮টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.