আমাদের পথ চলা - অপ্রকাশিত কবিতাঃ ৩৩৪

                  

কবিতা-৩৩৪ : আমাদের পথ চলা

আমাদের পথ চলা

অনিশেষ অবিরাম চলবে

হক পথে সবাইকে

অবিরাম চলতেই বলবে।

 

জানি জানি পথে ভয় আসবে

পেত্নীরা ডানা মেলে হাসবে

সেইদিন আমাদের হাতে হাতে

আগুনের শিখা শুধু জ্বলবে।

 

হক কথা বলা তবু চলবে।

পাপগুলো তাপ পেয়ে গলবে

সেই পাপ সাহসীরা

পায়ে পিষে দলবে।

 

আমাদের পথ চলা চলবে

মুমীন তো হক কথা বলবে।

একদিন মিথ্যারা টলবে

আগুনের তাপ পেয়ে

বরফের মত ওরা

গলবে।

আমাদের পথচলা চলবে।

 

থামি নাই কোনদিন, থামবো না

পথ হীন পথে কেউ নামবো না

সরল ও সোজা পথে চলবো

মুক্তির কথা শুধু বলবো।

 

আমাদের পথ চলা চলবে

হক কথা চিরদিন বলবে।

২৭/০৯/২০২০  বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.