জ্বালো আলো - অপ্রকাশিত কবিতাঃ ৩৪৫

 

কবিতা-৩৪৫ : জ্বালো আলো

(আহমদ আখতার বন্ধুবরেষু)

এসেছিলে চলে গেলে জ্বেলে নূর, আলো

বার বার বলে গেলে, ভালো হও ভালো।

আরো ভালো হও তুমি, আরো হও ভালো

এ জগতে প্রেম আর ভালোবাসা ঢালো।

 

তোমার লেখাতে ছিল সাহসের বানী

জ্ঞানীরা তা পড়ে হতো বিজ্ঞ ও জ্ঞানী।

মন ছিল শুভ্র সফেদ, সুবাসিত বেলী

চলে গেলে আমাদের তবু একা ফেলি।

 

এটাই নিয়ম ধরার, এলে চলে যেতে হয়

দুনিয়াটা মনে রেখো কখনোই কারো নয়।

জানি না তো কখন কার শেষ হবে সফর

কে যে কখন চলে যাবে অন্ধকার কবর।

 

জীবনের সফরে হয় কতো মাতামাতি

কবরে থাকেনা কারো,পূণ্য ছাড়া বাতি।

০৭/০২/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.