জাহান্নামের লালকার্ড - অপ্রকাশিত কবিতাঃ ৩৭৪

         

কবিতা-৩৭৪ : জাহান্নামের লালকার্ড

অপেক্ষার প্রহর শেষ হলেই তুমি

পেয়ে যাবে লালকার্ড।

জানতে পারবে তুমি কতটা স্বাধীন।

যদিও তুমি ভাবছো তুমি স্বাধীন।

একেবারেই স্বাধীন।

তুমি যা ইচ্ছা তাই করতে পারো,

যেখানে ইচ্ছা যেতে পারো।

কারণ তুমি কোন কর্মচারী নও।

 

যদি কেউ কর্মচারী হয়

তবে এ স্বাধীনতা তার থাকে না।

সবখানেই কিছু নিয়ম কানুন থাকে।

চাকরী করতে হলে সে নিয়ম মানতে হয়।

স্বাধীনতা রেখে মালিকের কথামত চলতে হয়।

মালিকের ইচ্ছাই হতে হয় তার  ইচ্ছা।

তাহলে, তাহলেই সে বেতন পায়।

 

আর যদি মালিকের নির্দেশ অমান্য করে,

তাকে বিধিমত শাস্তি পেতে হয়। তাতেও কাজ না হলে চাকরীচ্যুত করা হয়।

নিষিদ্ধ হয়ে যায় তার প্রবেশাধিকার।

 

যে কাউকে নিয়ম কানুন মেনে চাকরী করতে হয়।

কোনভাবেই এর ব্যত্যয় হয় না।

আর যদি সে স্বাধীন থাকতে চায়, তবে তাকে বেরিয়ে যেতে হয় প্রভুর চৌহদ্দি ছেড়ে।

 

এবার তুমিই বলো, প্রভু যদি বলতেন,

আমার চৌহদ্দির বাইরে যাও,

আমরা কোথায় যেতাম? কোথায় যেতে পারতাম?

প্রভুর ইচ্ছার বাইরে চলার ধৃষ্টতা তাহলে আমাদের কেমন করে হয়?

কোন সাহসে তাঁর নির্দেশ উপেক্ষা করি?

 

আল্লাহ বলেন, আমার আনুগত্য করো।

তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।

তার মানে, মুসলিম হলে,

আল্লাহর আনুগত্য  করতে হবে।

হালাল হারাম মানতে হবে।

নিষিদ্ধ যা, তা বর্জন করতে হবে।

 

ফরজ মানে জানো তো?

মুসলিম হতে হলে যা অবশ্যই করতে হয়।

 

যদি তা করতে না পারো,

তবে স্বীকার করো তুমি মুসলিম নও।

তুমি আল্লাহর বাধ্য গোলাম নও।

নবীর উম্মত নও

হয় কোরআনের হুকুম মানো,

নয় বলো, আমি কোরআন মানি না।

 

ভন্ডামী ছাড়ো।

ভন্ড ও প্রতারকরা মুসলিম নয়।

ভন্ডরা কাফরের চাইতেও খারাপ।

ইসলামের পরিভাষায় যাদের বলে মোনাফিক।

যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।

 

নবী বলেছেন, পড়শিকে অভুক্ত রেখে যে পেটপুরে খায় সে আমার উম্মত নয়। তার মানে সে মুসলিম নয়।

তাহলে বুঝতেই পারছো, যে হৃদয়বান নয় সে মুসলিম হতে পারে না।

এবার তুমিই বলো, তুমি মুসলিম?

 

মনে রেখো, ইচ্ছে করলেই তুমি

মুসলিম হতে পারো।

ইচ্ছে করলে মুসলিম নাও হতে পারো।

কিন্তু মুসলিম হলে তোমাকে -

ফরজ পালন করতেই হবে।

হালাল হারাম মানতেই হব।

 

বন্ধুরা, হৃদয়বান হও, মুসলিম হও।

নইলে, অপেক্ষার প্রহর শেষ হলেই

তুমি পেয়ে যাবে জাহান্নামের লালকার্ড।

১৪/১০/২০২১   বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.