ক্লাশমেট মনোয়ারা - অপ্রকাশিত কবিতাঃ ৩৭৩

         

কবিতা-৩৭৩ : ক্লাশমেট মনোয়ারা

একজন কবির বুদ্ধিও কম হতে পারে।

তখন ফাইভে পড়ি।

কোএডুকেশন। ফাইনাল পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি।

 

একদিন দেখলাম

ক্লাশের একটি মেয়ে আসেনি।

না, ক্লাশে সে আর কোনদিনই আসেনি।

 

পরীক্ষা হয়ে গেছে।

একদিন মেঠোপথ দিয়ে যাচ্ছি,

উল্টো দিক থেকে এক মহিলা

আমার ঠিক পাশটিতে এসে দাঁড়িয়ে গেল। বোরকার নেকাব খুলে বললো, তুমি অমুক না?

আমি মনোয়ারা।

ও যে আমাদের ক্লাশমেট মনোয়ারা

চিনতেই পারিনি।

বললো, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি।

 

আজকের মানুষ অনেক সচেতন।

বিশেষত মেয়েরা।

তারা অল্প বয়সে বিয়ে করতে চায় না।

অনেকের চল্লিশ পেরিয়ে গেছে, এখনো সঙ্গীহীন।

তাতে কি সমাজের খু্ব উপকার হলো?

 

জানিনা

 

ধর্ষণ বেড়েছে, পরকিয়া বেড়েছে, নোংরামী বেড়েছে। আর বেড়েছে মেয়েদের নিরাপত্তাহীনতা ও অতৃপ্তির দীর্ঘশ্বাস।

 

সভ্যতা কতদূর এগোলো বলবে মনোয়ারা?

১৪/১০/২০২১   বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.