আষাঢ়ের ফরিয়াদ - অপ্রকাশিত কবিতাঃ ৩২৭

             

কবিতা-৩২৭ : আষাঢ়ের ফরিয়াদ

এসেছে আষাঢ় প্রিয় বর্ষার দিন

বুক জুড়ে হাহাকার তবু প্রতিদিন।

মানুষ মানুষ খায় হায়নার মতো

ঘৃণিত এ দৃশ্য তবু দেখি অবিরত।

 

আসে না বর্ষণধারা ভিজে না জমিন

চেয়ারে লাফায় বসে বিশুদ্ধ কমিন।

খরতাপে পুড়ে যায় ফসলের মাঠ

বদমাইশ সাজে তবু মানুষ নিপাট।

 

প্রভু দাও বৃষ্টি, তৃষ্ণায় দাও দাও জল

ভাসাও ভাসাও তুমি কূটিলের এ ছল

আমাকেও বানাও প্রভু বীর অবিচল

দয়া করে দাও তুমি, রহম অবিরল।

 

তোমার বান্দা আমি অন্য কারো নই

এ কথাটা সাহসের সাথে যেনো কই।

১৫/০৬/২০২৩ বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.