আমার ঈমান - অপ্রকাশিত কবিতাঃ ৩৯৮

              

কবিতা-৩৯৮ : আমার ঈমান

আশাহত নই আমি,

নিরাশার নীল জল করিনি তো পান

আজো আমি শুনতে পাই

হাবশী বিলালের আশার আজান।

ওগো সোবহান।

 

আমি তো হারি না, হারতে পারি না

জীবনে মরনে শুনি অনিশেষ জীবনের গান

পথহীন পথিকেরে তুমিইতো দিয়েছো প্রভু

পবিত্র কোরান।

পেয়েছি নবীর হাদিস, তোমার বিধান।

ওগো সোবহান।

 

মরলে শহীদ হবো, আরশের হবো মেহমান

ভালবেসে তুমি দেবে বেহেশতী বাগান

আর যদি বেঁচে থাকি,

আজীবন যাবো ডাকি

বলবো ন্যায়ের পথে থাকো হে ইনসান।

ওগো সোবহান।

 

যায় যাক ধন জন

চলে যাক এ জীবন

চাই না কিছুই ওগো প্রভু রহমান

আমি চাই বেঁচে থাক আমার ঈমান।

ওগো সোবহান।

০৩/০৯/২০২০ ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.