পর্দা ও প্রেমের সিম্ফনি - অপ্রকাশিত কবিতাঃ ৩৯৯

              

কবিতা-৩৯৯ : পর্দা ও প্রেমের সিম্ফনি

জলের নিভৃত কোলে শুয়ে থাকে সোমত্ত শালুক, সে কখনো মাখে না গায়ে রোদের ঝিলিক।

নিকুঞ্জ বনের প্রগাঢ় ছায়ায় বিশ্রাম নেয় মাধবী শালিক।

তুমিও নেকাবে ঢাকো মধুভান্ডার, ঢাকো অধরের রস, অপেক্ষার প্রহর কাটাও আসুক মালিক।

 

ঢেকে রাখো রূপের শহর, পাখির পালকে ঢাকো চন্দ্রিমা চাঁদ। যদি খুলে যায় শালীনতার পোশাক, লোকে তোমাকেই বলবে নিঁখাদ উন্মাদ।

 

মানুষ যখন অসভ্য ছিল, জানতো না লজ্জা কি জিনিস, সেই দিন হয়েছে বিলীন। এখন উলঙ্গ আর থাকে না মানুষ। পোশাকের অন্তরালে লজ্জা ঢেকে অফিসে যায় কর্তা আর মেয়েরা  সলজ্জ সাঝে হয়ে যায় আনন্দ কুসুম।

 

তখন মেয়ে আর মেয়ে থাকে না, হয়ে যায় নিপাট নববধু। পর্দার চাদর গায়ে দিয়ে হয়ে যায় সুখের সরোবর।

 

পর্দাহীনতার অসভ্যতা লুকিয়ে পড়ে ওড়নার স্নিগ্ধ শ্যামলিমায়। মাথার ওপর খেলা করে সেবিকার সফেদ বেলুন।

 

তখন চাঁদ এসে ঢেকে দেয় রোদের প্রতাপ।

অন্ধকারের পর্দা এসে বিছিয়ে দেয় সুখের জাজিম। সে জাজিম থেকে ভেসে আসে প্রেম পাগল শিরি ও লায়লার জোসনামাখা শাড়ির খসখস ধ্বনি।

নন্দিনী, পর্দার হাত ধরেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে প্রেমের সিম্ফনি।

০৫/০৯/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.