সোনার হাঁস - অপ্রকাশিত কবিতাঃ ০৫১

                                            

কবিতা-০৫১ : সোনার হাঁস

কতগুলো সোনার ডিম পেড়ে তুমি

চলে গেলে। চলে গেলে আবহমান

গ্রাম বাংলার ঘ্রাণ নাকে নিয়েই।

শহরের নিষ্ঠুরতা তোমাকে কলঙ্কিত করার সুযোগটাও পেল না, হে কবি।

 

ঢাকা মেডিকেলের গেটের পাশে

আমি না গেলেই পারতাম।

দুপুরের রোদে ঝাড়ু না দেয়া ময়লা

চত্বরে শুয়ে আছে রোদখেকো সারমেয়।

এখানে একজন শুদ্ধ কবি কি করে যায়?

না, যেতে হয়নি তোমাকে

 

একুশের প্রাণের মেলায় খানিক ঢু দিয়ে চলে এলে প্রেসক্লাবে।

বললে, হে সাংবাদিক বন্ধুরা,

গ্রাম থেকে আসার সময় যে টিনের সুটকেস এনেছিলাম তা হারিয়ে গেছে।

আমি মায়ের কাছে যাবো, বাবার কাছে যাবো।

 

বায়তুল মোকাররমের মুসল্লিরা বললো, কবি তুমি আমাদের কাছে এসো।

দাগাবাজ শহরের বিউটি বোর্ডিংএ একবার যে যায় সে আর সুটকেস খুঁজে পায় না। আমরাই তোমাকে মায়ের কাছে পৌঁছে দেবো।

 

তুমি সুবোধ বালকের মত তাই করলে।

মুসল্লিরা তোমাকে  কাঁধে তুলে নিল।

 

কি অবাক কান্ড, ডাকাতের গ্রাম ও ডাকাতের শহর পিছনে ফেলে তুমি শেষবারের মত ছুটলে কচুরিপানার নিচের জিয়ল মাছের শহর মোল্লাবাড়ির দিকে।

১৬/০২/২০১৯

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.