রহস্যময় ধাঁধাঁ - অপ্রকাশিত কবিতাঃ ০৫২

                                             

কবিতা-০৫২ : রহস্যময় ধাঁধাঁ

শোন মেয়ে, তুমি আমি, আমি তুমি

অম্ল মধুর জীবন ছকে বাঁধা

তুমি যদি কৃষ্ণ তবে,ধরো আমি রাধা।

এ জীবনটা আর কিছু নয়,

জোসনাধোয়া একটু খানিক ধাঁধাঁ।

 

ধরো, আমরা লাইলি মজনু,

কিম্বা কোন প্রেমিক জুটির আধা।

কিম্বা আমরা শিরি ফরহাদ,

প্রজাপতির নয়ন ডোরে বাঁধা।

 

শোন মেয়ে, তুমি আমি, আমি তুমি

অম্ল মধুর জীবন ছকে বাঁধা।

আমাদের এ জীবন তরী অদৃশ্য এক

কারিগরের স্বপ্নস্নাত ধাঁধাঁ।

২৭/০২/২০১৯

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.